শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালের দাবি

.
দেশে এখন
0

শিশু নির্যাতন ও ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের দ্রুত সময়ে শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের পাঁচটি এনজিও।

আজ (রোববার, ১৬ মার্চ) রাজধানীর রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স, মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।

এসময় বক্তারা বলেন,শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মতো আলাদা শিশু বিষয়ক অধিদপ্তরও স্থাপন করতে হবে।

এছাড়াও, শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক একটি সংস্কার কমিশন জরুরি ভিত্তিতে গঠন করার আহ্বান জানান বক্তারা।

ইএ