এর আগে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম ধর্ষণ মামলার প্রধান আসামি সজীব চন্দ্রসহ ৩ জন জামিন আবেদন করেন।
এদিকে, সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও পরে তার বাবাকে হত্যার ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা।
একইসাথে, জেলা আইনজীবী সমিতির সামনে ধর্ষকের বিচার ও মন্টু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা।