মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক আইজিপিকে অন্তর্ভুক্ত

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক আইজিপিকে অন্তর্ভুক্ত |
0

জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে একমাত্র আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এই মামলায় তাকে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মনে করে প্রসিকিউশন।

এদিকে, সাভারের শিক্ষার্থী আহসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাভারের স্থানীয় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ইএ