নারী নিপীড়ন ও বিচার বিভাগের অব্যবস্থাপনার বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ

.
এখন জনপদে
0

ফরিদপুরে ছাত্র জনতার ব্যানারে সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচার বিভাগের অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রেসক্লাব থেকে ছাত্র জনতার এ পদযাত্রা শুরু হয়।

এরপর সেটি জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ। এর আগে সকাল দশটার দিকে সচেতন নাগরিক কমিটি (সনাকের) ব্যানারে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা, বন্ধ করুন -এখনই’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপিকা শিপ্রা রায়, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ।

এএইচ