এরপর সেটি জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ। এর আগে সকাল দশটার দিকে সচেতন নাগরিক কমিটি (সনাকের) ব্যানারে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা, বন্ধ করুন -এখনই’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যাপিকা শিপ্রা রায়, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ।