সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

.
এখন জনপদে
0

নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (রোববার, ১৬ মার্চ) দুপুরে সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ১১টি সুপারিশ তুলে ধরা হয় সনাকের পক্ষ থেকে। বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় দেশবাসী ভীতিকর সময় পার করছেন। আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের শাস্তি না পাওয়া, বিচারে দীর্ঘসূত্রিতাসহ নানা কারণে এসব ঘটনা বাড়ছে।

চলমান পরিস্থিতি থেকে উত্তরণের সুপারিশগুলো তুলে ধরেন সুনামগঞ্জ সনাকের সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান।

এছাড়াও মানববন্ধনের বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, নূরুর রব চৌধুরী, মো. রাজু আহমেদ ও ইয়েস সদস্য নুসরাত জাহান মৌ।

ইএ