মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান অভিযুক্তের স্বীকারোক্তির পর বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে

.
এখন জনপদে
অপরাধ ও আদালত
0

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষ স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বাকি ৩ আসামিকেও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ (রোববার, ১৬ মার্চ) সকালে পুলিশ সুপার মিনা মাহমুদা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি বলেন, 'মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনি কার্যক্রম অব্যাহত আছে। এরই মধ্যে প্রধান আসামি হিটু শেখ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।'

বাকি ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। গত ৬ মার্চ বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি।

আরো পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণ কাণ্ড: দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে ধর্ষক হিটু শেখের জবানবন্দি

পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি।

এ ঘটনায় আগেই ৮ মার্চ মেয়েটির মা বাদী হয়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, ভগ্নিপতি সজীব শেখ এবং তার বড় ভাই রাতুল শেখ ও তার মা সাজিদা বেগমকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

ইএ