আজ (শনিবার, ১৫ মার্চ) বিকেল ৫টার দিকে তাদের টেকনাফ পৌরসভার পুরাতন মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা ছেলেদের মধ্যে ২১ জন বাংলাদেশি ও ৫ জন বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, 'বিভিন্ন সময় নাফনদীর ও বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমানা অতিক্রম করায় ২৬ জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার আরাকান আর্মি।'
দীর্ঘদিন পর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ মাধ্যমে শনিবার বিকোলে নাফ নদীতে বিজিবির কাছে ২৬ জন জেলেকে হস্তান্তর করেছে আরাকান আর্মি। পরবর্তীতে যাচাই-বাছাই করে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।