মহাখালীর সাততলা বস্তির বাসিন্দারা যখন ভোর রাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখনই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে বস্তিতে। সহায় সম্বল হারিয়ে তখন বাকরুদ্ধ সাত তলা বস্তির কয়েকশো বাসিন্দারা।
অগ্নিকাণ্ডে বস্তিবাসী তাদের ঘর থেকে বের করতে পারেননি কোনো মালামাল। শূন্য হাতে কোনো রকমে জীবন বাঁচাতে পেরেছেন তারা। ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলতে পারছেন না বস্তিবাসী।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের ঘটনায় গঠিত হবে তদন্ত কমিটি। কোনো হতাহত না থাকলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যাবে তদন্তের পর। এর আগেও বছর খানেক আগে সাততলা বস্তির পুড়েছিল আগুনে।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগে রাত সাড়ে তিনটার কিছু পরে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরো ইউনিট সেখানে পৌঁছায়।