প্রক্সি মাধ্যমে ভোট দিবেন প্রবাসীরা

নির্বাচন কমিশন | এখন টিভি
0

আগামী নির্বাচনে প্রক্সি ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একজন প্রবাসী তার মনোনীত ব্যক্তিকে দিয়ে নিজের ভোটটি দিতে পারবেন। আজ (সোমবার, ১০ মার্চ) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য নতুন একটি অ্যাপস তৈরি করবে ইসি। সেই অ্যাপসে প্রবাসীরা নিবন্ধন করবেন এবং একজনকে নমিনি হিসেবে নির্ধারণ করে দিবেন।

জাতীয় নির্বাচনের সময় সেই নমিনি ভোট দিতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে দেড়কোটির বেশি প্রবাসী আছেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটগ্রহণের আলোচনা থাকলেও অবশেষে প্রক্সি ভোটারকে দিয়ে ভোট নেয়ার সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন।

এসএস