প্রথম রমজানে পরিবারের সাথে ইফতার করতে উন্মুখ ছিল নগরবাসী

প্রথম রমজানে পরিবারের সাথে ইফতার করতে উন্মুখ ছিল নগরবাসী | এখন টিভি
0

প্রথম রমজানে পরিবার ও প্রিয়জনদের সাথে ইফতার করতে উন্মুখ থাকেন সকলে। সে কারণে আজ (রোববার, ২ মার্চ) বিকেল হতেই ঘরে ফেরার তাড়া ছিল কর্মজীবীদের। অফিসপাড়া মতিঝিলের মেট্রোস্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সড়কেও যানজট ছিল তুলনামূলকভাবে কম।

কর্মমুখী মানুষের পদচারণায় প্রায় প্রতিদিন মুখরিত থাকে মতিঝিলের এই ব্যাংক পাড়া। তবে পবিত্র রমজানের প্রথম দিনে বিকেল ৫টার আগেই প্রায় জনশূন্য এই এলাকা।

প্রথমদিন পরিবারের সঙ্গে ইফতার করতে বাড়ি ফিরতে মতিঝিলের মেট্রোরেল স্টেশনে ভিড় । বিকেলে কিছুটা ভিড় থাকলে সন্ধ্যার আগেই ফাঁকা হয়ে যায় স্টেশন। প্রথম রোজা পরিবারের সাথে কাটাতে একটু দ্রুত বাড়ির পথে যাত্রীরা।

ঘরমুখী মানুষদের মধ্যে একজন বলেন, 'প্রথম ইফতারটা বাসায় করবো, সেজন্য মেট্রোতে যাচ্ছি। বাসে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। বাসায় সবাই অপেক্ষা করছে, সেজন্য মেট্রোতে যাচ্ছি যেন দ্রুত পৌঁছাতে পারি।'

অন্যান্য দিনের তুলনায় ভোগান্তিও ছিল কম। যাত্রী সংকটে অবসর সময় কাটাচ্ছেন রিকশাচালকরা।

একজন রিকশাচালক বলেন, 'সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে বের হয়েছে। কিছুক্ষণ আগেও ক্ষ্যাপ টেনে সারতে পারিনি। সব জায়গায় জ্যাম লেগে ছিল। এখন সব ফাঁকা, বসে আছি।

তবে সংশ্লিষ্টরা বলছেন সময়ের সাথে সাথে বদলে যাবে এই চিত্র।

এসএস