বাণিজ্য যুদ্ধ-মন্দার মাঝেও কানাডায় ঈদের উচ্ছ্বাস

প্রবাস , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে অর্থনৈতিক মন্দাতেও ঈদের আনন্দ উদযাপনে কানাডায় ভাটা পড়েনি। ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রত্যাশা, পবিত্র রমজানের শিক্ষা ও ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। নানা প্রতিকূলতার মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমতো রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখছেন দেশের অর্থনীতিতে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেন বহুগুণে বেড়ে গেছে। অন্তত কাজে ফেরার তাড়া নেই। তাই মসজিদ ও ঈদগাহে ছিল না তিল ধারনের ঠাঁই। প্রার্থনায় ইসরাইলের আগ্রাসনের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মানুষদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, 'আমাদের এখানে ঈদটা দেশের মতো হয় না। সবার কাজের মাঝে ঈদের নামাজ পড়তে গেলেও ছুটির একটা ব্যবস্থা করতে হয়। আল্লাহর শুকরিয়া যে আজ আমাদের রোববারের দিন ঈদটা পড়েছে।'

নামাজ শেষে পরিবার ও বন্ধুদের সময় দেয়ার পালা। গল্প-আড্ডায় মেতে ওঠার সুযোগ মিলেছে, অনেকে পাড়ি দিয়েছেন দূর দুরান্তে ঘুরতে।

আগামী ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক কানাডার ওপর পুরোপুরিভাবে আরোপ হচ্ছে। অর্থনীতিতে এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঈদের শুভেচ্ছা যেমন জানিয়েছেন, তেমনি অর্থনীতি নিয়ে সতর্ক করে বলেছেন, কানাডাকে এমন একটি অর্থ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা কানাডিয়ানরাই নিয়ন্ত্রণ করতে পারে। এ ক্ষেত্রে মার্কিন প্রশাসন বাদে অন্য সহযোগীদের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা জরুরি এখন।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, 'আসলে শৈশবের ঈদ মনে হয় খুঁজে পাওয়া যায় না।'

আগামী ২৮শে এপ্রিল আগাম ফেডারেল নির্বাচন হওয়ায় ইতোমধ্যে অন্টারিও প্রদেশের বাংলাদেশি প্রার্থীরা ঈদ ঘিরে প্রচারও চালাচ্ছেন। ঈদের জামাতগুলোতে কানাডিয়ান প্রার্থীরাও উপস্থিত হয়ে সেই সুযোগ নিয়েছেন।

এসএস