আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অব জুলাই আয়োজিত গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান তিনি বলেন, 'আওয়ামী লীগ কাপুরুষের মতো দেশ শাসন করেছিল।'
তিনি বলেন, 'একাত্তর পরবর্তী প্রজন্ম, দুর্নীতিগ্রস্ত না হলে ২৪ এর গণঅভ্যুত্থানের প্রয়োজন হতো না।'
এসময় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদেক কায়েম বলেন, 'জুলাইয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। দেশের অনেক রাজনৈতিক দল, নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে।'
তিনি বলেন, 'ক্ষমতার পালাবদলের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি।' এসময় শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।