যৌথবাহিনীর অভিযান: চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি

দ্রুতই পরিস্থিতি উন্নতির আশা উপেদেষ্টা আসিফের

দেশে এখন
0

যৌথবাহিনীর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩১ জন কিশোর গ্যাং সদস্য আটক করা হয়েছে। পাশাপাশি রাতে রাজধানীর ৬৫টি স্থানে চেকপোস্ট বসিয়ে চলেছে তল্লাশি। আইনশৃঙ্খলা বাহিনীর রাতের কার্যক্রম পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানিয়েছেন- চিহ্নিত সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করছেন তারা। আর উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাস-দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।

গেল কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একের পর এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীকে লুট কিংবা মগবাজার, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত রাজধানী বাসী।

এমন পরিস্থিতিতে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানসহ ৬৫টি স্থানে চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখেরটেক ও আদাবর এলাকা থেকে আটক করা হয় ৩১ জন কিশোর গ্যাং সদস্যকে।

এমন অবস্থায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি বোধ করলেও তারা বলছেন, এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে।

মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এসময় ডিএমপি কমিশনার বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে। রাজধানীবাসীকে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেইড করছে। আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লকরেইড করা হয়েছে এবং আগামীতে আমরা ব্লকরেইড অব্যাহত রাখবো। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সে তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই, যে আমরা যেকোনো মানুষকে গ্রেপ্তার করে থানায় এনে কোর্টে তুলে দিচ্ছি।’

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরাতে কিছুটা সময় লাগলেও জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা দ্রুতই সমাধান হবে।

তিনি বলেন, আশা করি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। যে জায়গাগুলোতে ছিনতাইয়ের মতো ঘটনা বেশি ঘটে, যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

এএইচ