ভিড় ও ব্যস্ততার নগর ঢাকা। সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে ফের সকাল সবসময়ই সরগরম থাকে এই শহর।
পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই রাজধানীতে কিছুটা স্বস্তির দেখা মেলে ঈদুল ফিতর ও ঈদুল আজহায়। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। অফিস-আদালত বন্ধ ও বাসাবাড়ি খালি থাকায় নগরজুড়ে নামে স্তব্ধতা। ছুটিতে নীরব ঢাকায়, সরব হয় বিভিন্ন অপরাধী চক্র। এবার পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলার ঢিলেঢালা চিত্রে এই শঙ্কা বেড়েছে কয়েকগুণ। যে কারণে, ঈদে গ্রামে গেলেও ঢাকায় থাকা বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত নগরবাসী।
ঢাকায় বসবাসকারীদের মধ্যে একজন বলেন, 'ঢাকা থেকে যারা গ্রামের বাড়িতে গিয়েছে তাদের জন্য ঈদটা আনন্দদায়ক হবে না। তাদের মাথার মধ্যে সবসময় চিন্তা থাকবে যে কী হবে না হবে। কারণ সিকিউরিটি খুব ভালো বলে মনে হয় না আমার কাছে। বর্তমান আইনশৃঙ্খলার অবস্থার মধ্যে আমরা খুবই শঙ্কার মধ্যে আছি।'
গেল ২৬ মার্চ ভোরে ধানমন্ডির বাড়িতে ডাকাতি হয় র্যাব-ম্যাজিস্ট্রেট ও শিক্ষার্থী পরিচয়ে। ডাকাতির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ঘটনায় জড়িতদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক মাসে রাজধানীতে ঘরে-সড়কে চুরি-ছিনতাইয়ের ঘটনা নেহায়াত কম নয়। সামনে আসছে-কুপিয়ে জখম বা গুলি করে লুটের ঘটনাও।
ঢাকায় বসবাসকারীদের মধ্যে একজন বলেন, 'আগে আইনশৃঙ্খলাবাহিনীর টহল থাকতো দুই থেকে তিনবার, রাতে। এখন কোনো টহল নাই। আমাদের একটা দোকার এখানে আছে।, সাথে আরও অনেক প্রতিষ্ঠান আছে। আমরাই যদি রাত জেগে পাহাড়া দেই তাহলে পুলিশ, প্রশাসন এরা কী করে? এরা কিছু করতে পারে না।'
ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় বিশেষ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তায় মাঠে সক্রিয় অক্সিলারি ফোর্স।
ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, 'কোনোরকম বড় দুর্ঘটনা ছাড়াই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবে। আমরা যে নিরাপত্তা পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, সেগুলো যথেষ্ঠ কার্যকর হবে। এরই মধ্যে পুলিশের কাজের পাশাপাশি পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলোতে অক্সিলারি পুলিশ অফিসারও নিয়োগ করা হয়েছে। তারাও পুলিশকে সহযোগিতা হিসেবে কাজে সহযোগিতা করছে।'
ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা থেকে শুরু করে নগরবাসীর সার্বিক নিরাপত্তায় সতর্ক থাকার কথাও জানান ডিএমপির এই কর্মকর্তা।