সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ প্রেক্ষিতে ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো সার্বক্ষণিক টহল পরিচালনার পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।
সাধারণ জনগণের নিরবিচ্ছিন্নভাবে গ্রামে যাতায়াত নিশ্চিত করতে এবং টিকেট কালোবাজারি প্রতিরোধে বাস টার্মিনালে চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলেও জানায় আইএসপিআর। পাশাপাশি আজ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এছাড়াও গোয়েন্দা সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যের চালান বাজেয়াপ্ত করেছে সেনাবাহিনী।
রাজধানীর মানুষদের একটি ঝামেলামুক্ত ও আনন্দঘন ঈদ উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।