পুরানা পল্টনে ১৫তলা জামান টাওয়ারের ৬ষ্ট তলায় আগুন লাগে ভোরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে সেখান থেকে চিৎকার শুনতে পান তারা। সাথে সাথে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
আগুনের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ভবনে সেন্ট্রাল এসি থাকায় ও ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় ধোঁয়া ৯ তলায় পৌঁছে যায়।
৬ষ্ট তলায় একটি পানশালা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। টানা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।