শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে পহেলা মে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘দেশে শ্রমজীবী মানুষ ভালো নেই। তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে।’
সমাবেশটি শুরু হবে দুপুর ২ টায়। দেশের সকল মহানগর ও জেলায় নিজস্ব উদ্যোগে মে দিবস পালন করবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এর আগে ঘন্টাব্যাপী যৌথ সভা অনুষ্ঠিত হয় চেয়ারপারসন কার্যালয়ে।