প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা

0

প্রধান উপদেষ্টার কাছে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ, ক্যাম্পাসে লেজুরবৃত্তিক রাজনীতি নিষিদ্ধসহ ছয় দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে ঢাকার পথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

ছয় দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি অভিযোগ করে এসময় শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে নিরাপদে অবস্থান নিয়ে ভার্চুয়ালি আন্দোলন চালিয়ে যাবেন তারা। ছয় দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ফিরতে চান বলেও জানান শিক্ষার্থীরা।

এর আগে গেল ১৮ ফেব্রুয়ারি বিকেলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করা শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এসএস