কাতার সফরে দেশের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে চান আফঈদা-সুমাইয়ারা

প্রধান উপদেষ্টার সঙ্গে চার নারী ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টার সঙ্গে চার নারী ক্রীড়াবিদ | ছবি: পিআইডি
0

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন দ্বার উন্মোচনের পরিকল্পনায় দেশের ৪ নারী ক্রীড়াবিদ। আফঈদা, রিপা, সুমাইয়ারা বিশ্বকাপের ভেন্যু কাতারে স্পোর্টসের সঙ্গে দেশের ক্রীড়াকে বাঁধতে চান এক সুতোয়। এদিকে বিদেশের মাটিতে দেশকে প্রতিনিধিত্ব করার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে, দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বলে মনে করেন সংগঠকেরা।

পালাবদলের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নব জাগরণের এক রূপকথার গল্প। রূপকথাই তো বটে, শিরোপার মঞ্চে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের থেকেও ভিন্নরকম কিছু। বাংলার ইতিহাসে যা কখনোই ঘটেনি আগে।

দেশের প্রধানের সঙ্গে ক্রীড়াবিদদের বিদেশ সফর। সেই অবিশ্বাস্য অভিজ্ঞতা অর্জনের পথে দেশের ৪ নারী ক্রীড়াবিদ। ফুটবল তারকা আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা ও দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

আসন্ন কাতার সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হচ্ছেন তারা।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘যারা ভালো করছে তাদেরকে প্রধান উপদেষ্টা বেশি সম্মান দিচ্ছে। এর ফলে বাকি যেসব প্লেয়ার রয়েছে তারাও চাইবে কীভাবে ভালো করা যায়।’

সরকারি সফরে মধ্যপ্রাচ্যের দেশটিতে নিজেদের খেলার প্রচার ও দুই দেশের খেলার জগতের সম্পর্ক স্থাপন করতে চান নারী ক্রীড়াবিদরা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার সুমাইয়া আক্তার বলেন, ‘কাতারে ক্রিকেট নিয়ে তেমন কিছু নেই। আমরা চাইবো তাদের কাছে আমাদের ক্রিকেটকে তুলে ধরবো।’

বর্তমান সরকারের এমন সিদ্ধান্ত নি:সন্দেহে অন্য যেকোনো সময়ের চেয়ে ক্রীড়াক্ষেত্রকে আরও অগ্রসর করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সাবেকরাও।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস বলেন, ‘সরকার প্রধানের সঙ্গে সফর তা বিশাল ব্যাপার।’

২১ এপ্রিল রাতে প্রধান উপদেষ্টার বহরে ঢাকা ছাড়বেন আফঈদা-সুমাইয়ারা। ৪দিনের সফর শেষে ২৬ এপ্রিল ফিরবেন দেশে।

ইএ