সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় শহীদ দিবস পালিত

0

বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে দিনটি।

বায়ান্নের ভাষা শহীদদের স্মরণে ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রভাতফেরি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় জমান নানা শ্রেণি পেশার মানুষ। এসময় সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে বর্ণমালার মিছিলে অংশ নেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ।

ময়মনসিংহ নগরীর শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। নতুন প্রজন্মের কাছে যেন নিজেদের মাতৃভাষা চর্চা এবং বাঙালির সংস্কৃতি টিকে থাকে এমনটাই প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সকলের।

আরো পড়ুন:

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনার পরিণত হয় জন অরণ্যে।

ফুলেল শ্রদ্ধা, একুশের গান আর প্রভাতফেরির আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের মতো রাজশাহীতেও পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আরো পড়ুন:

একুশের প্রথম প্রহর থেকে বগুড়ার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনে আসা মানুষে পূর্ণ হয়। বড়দের পাশাপাশি শ্রদ্ধা নিবেদনে আসে শিশুরাও।

সকাল থেকেই রংপুরের টাউনহল শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ। এসময় একুশের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা নিবেদকরা।

এছাড়াও সারা দেশে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা-আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙালির ইতিহাসে বিশেষ এই দিনটি।

ইএ