'যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে'

দেশে এখন
0

যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) রাতে টিএসসিতে কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত বলেন, 'কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না।'

শিক্ষার্থীদের ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরো জানান, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে রাজনীতি করুন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল জুলাইয়ের শহীদের রক্তের প্রতি সম্মান রাখার আহ্বান জানান ছাত্রদলকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, যারা নব্য ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইবে, তাদের প্রতিরোধ করা হবে।

এর আগে, রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ইএ