সিডনী বিচে সন্ত্রাসী হামলা: সাহসিকতার পরিচয় দিয়েছেন আহমেদ আল আহমেদ

হামলাকারীকে আটকাতে ঝাঁপিয়ে পড়েন আহমেদ
হামলাকারীকে আটকাতে ঝাঁপিয়ে পড়েন আহমেদ | ছবি: সংগৃহীত
0

সিডনীর বন্ডাই বিচে সন্ত্রাসী হামলার ঘটনায় এক বন্দুকধারীকে জাপটে ধরে সাহসিকতার পরিচয় দেয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। আহমেদ আল আহমেদ নামে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে বন্ডাই হিরো হিসেবে অভিহিত করছেন অস্ট্রেলিয়াবাসী।

হামলাকারীকে থামাতে গিয়ে আহমেদ নিজেও আহত হয়েছেন। হাতে ও পায়ে গুলির আঘাত নিয়ে অস্ট্রেলিয়ার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। স্থানীয় সময় আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) তার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার এক আত্নীয়।

আরও পড়ুন:

গতকাল রোববার, বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার সময় এক হামলাকারীকে ঠেকাতে পিছন থেকে ঝাঁপিয়ে পড়েন আহমেদ। এরপর অস্ত্রধারীর হাত থেকে বন্দুকও কেড়ে নেন এ ব্যক্তি।

এফএস