তাঁবু টাঙানো, মঞ্চ নির্মাণসহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছিল জোরেশোরে। এমন সময় হঠাৎই পানি বাড়তে শুরু করে তিস্তা নদীতে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ।
আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে পানি কমতে শুরু করলে আবারও কাজ শুরু হয়। তবে শুকনো মৌসুমে এমন পানি বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়রা।
স্থানীয় একজন বলেন, 'সন্ধ্যার পর থেকে নদীর ধার দিয়ে একটু তিন ফিট ভাসানোর পরে আসতে আসতে পানিটা কমছে।'
অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। এই পানি প্রবাহকে স্বাভাবিক বলছে তারা। সাধারণত তিন হাজার কিউসেক পানি থাকে শুষ্ক মৌসুমে। গত কয়েকদিনে তা নেমেছিল এক হাজার ৮০০তে। পানি ছাড়ার ফলে পানির পরিমাণ হয়েছে তিন হাজার ৬০০ কিউসেক।
ডালিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, 'সাত দিন ধরে এভারেজ পানি ছিল তিন হাজার কিউসেক। হঠাৎ করেই এ পানি কমে হয়ে গিয়েছিল এক হাজার ৮০০ কিউসেকে। আবার পানি বেড়ে তিন হাজার ৬০০ কিউসেক হয়েছে। পানি তো সবসময় সমান আছে না। একটু ওঠানামা করে। ১০০ বা ২০০ বা ৩০০ বা ৪০০ কিউসেক পানি ওঠানামা করে। সেটা স্বাভাবিক।'
যেকোনো মূল্যে কর্মসূচি সফল করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের।