প্রকৌশলী সাবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম জানান; গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার রাজশাহী যাচ্ছিলো।
এসময় বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকা পুলিশের চেকপোস্টে যানবাহন তল্লাশির অংশ হিসেবে প্রাইভেটকারটিও তল্লাশি করে পুলিশ। এসময় প্রাইভেটকারের ব্যাকডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পায় তারা। এসময় গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেয়।
পরে স্থানীয় থানা পুলিশ; উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর উপস্থিতি ৩৬ লাখ ৯৪ হাজার টাকা সহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে প্রকৌশলী জমি বিক্রির টাকা দাবি করায় সেগুলো যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশ।