রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম সভা কাল

দেশে এখন
0

আগামী জাতীয় নির্বাচনের আগে সংস্কার বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা হবে আগামীকাল (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) বিকেলে। বৈঠকে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেল ৩টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সভায় অংশ নেবে বিএনপি। নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পর্যায়ক্রমে দেশের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে ছয় মাস মেয়াদি এ কমিশন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা হলেন প্রধান ছয়টি সংস্কার কমিশনের চেয়ারম্যানরা।

এ কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে।

এসএস