সমাবেশে প্রধান অতিথি বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন, '৫ তারিখের পরে আমরা আওয়ামী লীগের বাড়ি ঘরে হাত দিতে দেই নাই। অথচ তারা ঈদের দিনে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করল। সেখানে আমাদের নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে তারা আজকে হাসপাতালে। আমরা এখনো তাদেরকে কিছু বলছি না তার মানে এই না যে আমরা চুপ করে বসে থাকবো। আমরা এখনো ধৈর্য ধরে রয়েছি।'
তিনি বলেন, 'আওয়ামী সন্ত্রাসীরা কোনদিন ভালো হবে না। আমরা প্রশাসনের ভাইদের বলতে চাই এই যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেই অস্ত্রগুলো নিয়েই ৪ আগস্ট লালপুরের মাটিতে অস্ত্র মহড়া দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আপনারা চাইলে তারা কেউ লালপুরের বাহিরে যেতে পারবে না। আপনারা দ্রুত তাদের আইনের আওতায় আনুন।'
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্ঠু, হামিদুর রহমান বাবু,গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সোমবার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে হয়।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হয়। আহত হয় ৫ জন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।