গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ উপলক্ষ্যে গতকাল (সোমবার, ৩১ মার্চ) রাত ৯টায় গুলশানে চেয়ারপাসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সাথে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ নির্দেশ দেন তিনি। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার পাশে ছিলেন।
দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ৮ সদস্য। চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র নেতারাও এসময় উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, 'বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবেও না।'
দীর্ঘ সাত বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।