তথ্য পাচারের অভিযোগে আইবাস, স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

.
দেশে এখন
0

জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এনআইডির মহাপরিচালক এ তথ্য জানান।

তিনি বলেন, 'প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কি না।'

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়।

এসময় তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র সেবার মহাপরিচালক।

এসএস