‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না’

দেশে এখন
0

ধানমন্ডি ৩২ এ ভাঙচুরের ঘটনায় ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অপ্রত্যাশিত হস্তক্ষেপ। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এক ব্রিফিংয়ে একথা বলেন। ব্রিফিংয়ে জানানো হয়, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে বাংলাদেশের মানুষ ভালো ভাবে নিচ্ছে না।

আরো জানানো হয়, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। দুবাই সফরে তিনি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন।

মুখপাত্র জানান, একটি এজেন্সি কয়েকজন বাংলাদেশিকে প্রলোভন দেখিয়ে রাশিয়াতে পাঠায়। সেখানে গিয়ে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে।

এ ঘটনার সাথে যুক্ত রাশিয়াতে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়া যেতে সতর্কতা জারি করা হয়েছে।

ইএ