দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৮২ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন।
পরে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।
এছাড়া দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা ছিলেন মোহাম্মদ আবদুর রউফ।