আপিল বিভাগে শপথ নিলেন নতুন দুই বিচারপতি

দেশে এখন
অপরাধ ও আদালত
0

দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই বিচারপতির শপথের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) সকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া।

এসময় আপিল বিভাগের বিচারপতিগণ ও হাইকোর্টের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।

২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন।

আর বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। তিনি ২০০৪ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।

২০০৬ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি হাইকোর্টে অসংখ্য উল্লেখযোগ্য মামলার রায় দিয়েছেন।

ইএ