উত্তরা থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে এখন
0

উত্তরা পূর্ব থানায় হামলার ঘটনা তদন্তে করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে নৌ পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘উত্তরা পূর্ব থানায় হামলার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।’ এছাড়াও কথায় কথায় আন্দোলনের নামে সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে তাদের নিজ এলাকায় যেয়ে করার কথা জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের ছয়মাসে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু কাজ করেছে তা জনগণ মূল্যায়ন করবে বলেও জানান উপদেষ্টা। একই অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশে আবেদন করা হয়েছে। পলাতক আসামীদের ফিরিয়ে আনতে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী কাছে সহায়তা চাওয়া হবে।’

এএইচ