আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার সহকারি কমিশনার সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য দক্ষিণ পাইপাইল, পাবনার টেক উত্তর পাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার তিনটি কবরস্থান থেকে চারজনের মরদেহ উত্তোলন করা হয়।
মরদেহ উত্তোলনের মধ্যে রয়েছে জাহিদুল ইসলাম সাগর, আস সাবুর ও আবুল হোসেন। এরমধ্যে আবুল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ শনাক্তের জন্য আমতলা এলাকার কবরস্থান থেকে অজ্ঞাত দুটি মরদেহ উত্তোলন করা হয়।
এসময় নিহত ব্যক্তিদের স্বজন এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সহকারি কমিশনার সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে তাদের মরদেহ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।