দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

দেশে এখন
0

বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলেই তিতুমীর কলেজের শিক্ষার মান উন্নত হবে বলে মনে করছেন অনশনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

টানা তৃতীয় দিনের মতো আজও (শুক্রবার, ৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে অনশন করছেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবি ২৮ বছর আগের। বিগত ১৬ বছর শেখ হাসিনা সরকার ও ছাত্রলীগের ভয়ে এ নিয়ে কথা বলা যায়নি বলেও অভিযোগ করেন তারা।

এবার দাবি আদায় করেই ঘরে ফিরতে চান শিক্ষার্থীরা। তাদের দাবি, তিতুমীরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।

এদিকে, তাদের অবরোধের কারণে বন্ধ রয়েছে মহাখালী থেকে গুলশান সড়ক। ভোগান্তি বেড়েছে চলাচলে।

এসএস