এসময় একজন শিক্ষার্থী বলেন, 'ফ্যাসিস্ট হাসিনার লক্ষ্য ছিল এ দেশে পরিবারতন্ত্র কায়েম করে দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এবং সেটাই বাস্তবায়ন করতে থাকে ধাপে ধাপে।'
অন্য একজন শিক্ষার্থী বলেন, 'সাধারণ শিক্ষার্থীরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহিদ ও আহত ভাইদের স্মরণে 'বিজয় ২৪' নামকরণ করেছি।'
সে সময় এই হলের একজন শিক্ষার্থী বলেন, 'আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি রয়েছে। আমাদেরকে জুলাই বিপ্লবের কথা ভুললে চলবে না। সকল কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি।'
বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড.মোহাম্মদ জামাল উদ্দিন সাথে কথা বললে তিনি জানান ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটেছে।
তিনি বলেন, 'একদল ছাত্র মিছিল নিয়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে মিলিত হয় পরে সেখানে একটি ব্যানারে টাঙিয়ে দেয়।'
তবে এখনও কোনো দাপ্তরিক সিদ্ধান্ত আসেনি বলে জানান এই হল প্রভোস্ট।