শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে একসাথে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট ছাড়াও শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরে।

সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের 'বি' ইউনিটের পরীক্ষা এবং বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় 'এ' ও 'বি' ইউনিট মিলিয়ে অংশ নিচ্ছেন মোট ৮৬ হাজার ৪১৬ জন শিক্ষার্থী।

শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের ৫ টি শহরের, ৫ টি কেন্দ্রে মোট ২ টি ইউনিটে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া গুচ্ছ পদ্ধতি থেকে সরে স্বতন্ত্র ভাবে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে, শিক্ষার্থীদের পরিবহন সুবিধার কথা মাথায় রেখে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে বাস সার্ভিস চালু রেখেছে শাবিপ্রবি প্রশাসন।

এএইচ