ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

দেশে এখন
0

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় রাতভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ধোলাইখাল এলাকায় নির্মাণাধীন ঢালাই রাস্তার ওপর ভুলক্রমে পা দেয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্রাটকে ধাক্কা দেন এলাকাবাসী।

পরে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয়রা। পরে আশপাশে থাকা শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তারাও মারধরের শিকার হন।

এ ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরো একত্রিত হয়ে ক্লাবঘর ভাংচুরসহ বিক্ষোভ করেন এলাকায়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

ইএ