স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে কয়েকদিন ধরেই সোচ্চার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনের রাস্তায় নেমে পড়েন তারা। এরই মাঝে অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাওয়া আশপাশের হাসপাতালে। এরপরও থামেনি আন্দোলন। শিক্ষার্থীরা জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন।
রাজধানীর ব্যস্ততম রাস্তার মধ্যে একটি মহাখালী থেকে গুলশান-১ এর সড়কটি। এই পথেই রয়েছে ক্যান্সার, টিবিসহ বেশ কয়েকটি সরকারি হসপিটাল। এমনকি নানা পেশার কর্মজীবীদেরও এই পথেই চলাচল করতে হয় প্রতিনিয়ত। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তা আটকে যাওয়ায় অনেকেই পড়েন বিপাকে। ঝাড়েন ক্ষোভ।
এদিকে, শিক্ষার্থীদের অনশন ভাঙাতে রাত ৯ টার দিকে শিক্ষামন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল তিতুমীর কলেজের সামনে যান। নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীদের। বলেন, এক সপ্তাহের মধ্যে সংকটের সমাধান হবে।
তবে, শিক্ষা মন্ত্রণালয়ের কথায় আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। বলছেন, বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত চলবে আন্দোলন।