তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে রাস্তা অবরোধ ও গণঅনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল তাদের মন গলাতে পারেননি। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে, বৃহস্পতিবার এই কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।