প্রভাত হলেও সূর্যের দেখা নেই, চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এমন সকালে গ্রাম থেকে ৬ কিলোমিটার হেঁটে কাজের সন্ধানে হিলিতে এসেছেন সাজ্জাদ হোসেন। শুধু সাজ্জাদ নন, এমন শতশত প্রতিদিন কাজের অপেক্ষায় সময় কাটান অনেক বেলা।
তবে কনকনে শীত আর ঘনকুয়াশার কারণে কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। এ অবস্থায় শীতবস্ত্রের পাশাপাশি শুকনো খাবার ও আর্থিক সহযোগিতা চান তারা।
শ্রমজীবী মানুষদের একজন বলেন, ‘খুব কষ্টের ভিতর আছি। এত শীতের ভিতরও আমরা কাজ করে খাচ্ছি।’
আরেকজন বলেন, ‘এই শীতে কোনো দিন কাজ হয় আবার হয় না। কাজ না করলেও আমাদের জীবন চলে না।’
উপজেলা প্রশাসন বলছে, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের তালিকা করে সবধরনের সহযোগিতা দেয়া হবে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, 'কিছু মানুষ আছে যারা এই সমস্যায় পড়েছে। এই সব মানুষদের জন্য সমাজ সেবা সমাজকল্যাণ পরিষদ থেকে একটা বাজেট দেয়া হয়। এই বাজেট শেষ হয়ে গিয়েছে পেলে তাদেরকে আবার দেয়া হবে।'
সরকারি সহযোগিতা পেলে এই শীতের তীব্রতা থেকে দিনমজুর পরিবারগুলো কিছুটা রক্ষা পাবে। তাই দ্রুত পদক্ষেপের আশা তাদের।