গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন।
সেই সম্মেলনের বিস্তারিত জানাতে আজ ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'এই সফরে বাংলাদেশ আসিয়ানভূক্ত দেশ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। এসময় রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রধান উপদেষ্টা আসিয়ানের দৃষ্টি আকর্ষণ করেন।'
তিনি আরো বলেন, দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার।