প্রবাস
দেশে এখন
0

ওমরাহ ও ভিজিট ভিসার যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক

ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে হলে ১০ দিন আগে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। এক বিজ্ঞপ্তিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ম কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। তবে সাধারণ কর্মীদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি।

আগামী ১০ ফ্রেব্রুয়ারি থেকে মেনিনজাইটিস টিকা দেয়া ছাড়া কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ওমরা পালন ও ভিজিট ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এই টিকার সার্টিফিকেট থাকতে হবে।

এই নিয়ে চলতি বছর ওমরাহ যাত্রীদের জন্য ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এ রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।

বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন রিয়াদে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার।

সব যাত্রীর জন্য টিকার সাধারণ একটি প্রক্রিয়া চলমান আছে। আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি সিভিল এভিয়েশন।

এদিকে, সৌদি সরকারের এমন নির্দেশনায় আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের।

তবে সৌদিতে কর্মরত সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা এখনো জারি করেনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এএম