ওমরাহ-ও-ভিজিট-ভিসা
ওমরাহ-ভিজিট ভিসায় সৌদিগামীদের মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক
হজের পর এবার ওমরাহ ও ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে সৌদিগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যেই টিকা নিয়ে নির্দেশনাও জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও অল্প সময়ের নোটিশে সবার টিকা নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুত আছে বলছেন ধর্ম উপদেষ্টা।
ওমরাহ ও ভিজিট ভিসার যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক
ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে হলে ১০ দিন আগে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। এক বিজ্ঞপ্তিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ম কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। তবে সাধারণ কর্মীদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি।