দেশে এখন
0

'রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ভিত্তিতেই চূড়ান্ত হবে নতুন সংবিধান'

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, 'সংস্কার কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ভিত্তিতেই চূড়ান্ত হবে নতুন সংবিধান। যা পাশ করবে গণপরিষদের মধ্যে দিয়ে আসা নির্বাচিত প্রতিনিধি।'

আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সুপ্রিমকোর্ট বার কাউন্সিল অডিটোরিয়ামে, জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, 'ঘোষণাপত্র প্রকাশে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। জুলাই ঘোষণাপত্র প্রকাশ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।'

তিনি বলেন, 'বাংলাদেশের স্বার্থ রক্ষা করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যেখানে রাজনৈতিক দলগুলোর ভেতর গণতন্ত্রের চর্চা থাকবে।'

অন্য বক্তারা জানান, ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক বিপ্লবের রোডম্যাপের মাঝামাঝিতে আছে বাংলাদেশ।

এসময় রাষ্ট্র সংস্কারই এ সরকারের প্রধান এজেন্ডা। জুলাই ঘোষণাপত্রই নির্বাচিত সরকারের বৈধতার ভিত্তি হবে বলে জানান বক্তারা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সবাইকে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এসময় ১৯৭১ এবং ২০২৪ এর গণহত্যায় গণতদন্ত কমিশন গঠন করার দাবি জানানো হয়।

এসএস