'রাজনৈতিক দলগুলোর মধ্যে রক্তক্ষরণ না করে নির্বাচনের দিকে এগোতে হবে'

.
রাজনীতি
0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, 'জাতীয় সংসদ নির্বাচন যত দেরিতে হবে, তত সুবিধা পাবে আওয়ামী লীগ।' রাজনৈতিক দলগুলোর মধ্যে রক্তক্ষরণ না করে, নির্বাচনের দিকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক এ মন্তব্য করেন।

এসময় আওয়ামী লীগ সরকারের আমলে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অন্যায়ভাবে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার, খুন, গুমের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এসএস