আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) দুপুর ১২টায় খেলফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট স্প্রেডশীট ও অতিরিক্ত কাগজে খেলাফত মজলিসের লিখিত মতামত হস্তান্তর করেন।
এ সময় অধ্যাপক ড. আলী রীয়াজ নির্ধারিত সময়ের মধ্যে মতামত প্রদানের জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দায়িত্ব পালন ও অক্লান্ত পরিশ্রম করার জন্য খেলাফত মজলিসের পক্ষ থেকেও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন উপস্থিত ছিলেন।