সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনে লিখিত মতামত জমা দিয়েছে খেলাফত মজলিস

.
দেশে এখন
রাজনীতি
0

খেলাফত মজলিসের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে কমিশনসমূহের প্রতিবেদনের উপর মতামত জমা দিয়েছে খেলাফত মজলিস।

আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) দুপুর ১২টায় খেলফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট স্প্রেডশীট ও অতিরিক্ত কাগজে খেলাফত মজলিসের লিখিত মতামত হস্তান্তর করেন।

এ সময় অধ্যাপক ড. আলী রীয়াজ নির্ধারিত সময়ের মধ্যে মতামত প্রদানের জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দায়িত্ব পালন ও অক্লান্ত পরিশ্রম করার জন্য খেলাফত মজলিসের পক্ষ থেকেও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানানো হয়।

এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন উপস্থিত ছিলেন।

ইএ