রাজনীতি
0

নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমির খসরু

যারা মাইনাস টু ফর্মুলার স্বপ্ন দেখছেন তাদের নিরাশ হতে বলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে ফেরা যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিএনপি নেতাদের সাথে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও জানান, নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশকে এগিয়ে নিতে অরাজনৈতিক শক্তিগুলোরও ঐক্য প্রয়োজন।

বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় ১৫ বছর পর দেশে ফিরেন শুক্রবার সকালে। এসময় নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা জানায়।

এরপর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি মাইনাস টু ফর্মুলার চিন্তা করে থাকে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'এখানে মাইনাস টু'র কথা যারা বলে এগুলো তাদের আশা। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারেনি, ওইটা ওয়ান ইলেভেন পারেনি। আর এখন তো বিএনপি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়েই শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনের যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে।'

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা জোটের সাথে বৈঠক করে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান, বিএনপি ও জামায়েতের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি।

নজরুল ইসলাম খান বলেন, 'বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জনগণের দুর্ভোগ নিয়ে আলোচনা করেছি। কীভাবে সেটা দূর করা যায়, এ বিষয়ে বিভিন্ন সময় আমরা সরকারকে পরামর্শ দিয়েছি। এবং আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি নিয়েও আলোচনা করেছি।'

এদিকে বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপি মহাসচিব জানান, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক শক্তিগুলোর ঐক্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এই নতুন যে যাত্রা শুরু হয়েছে, এ যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি দরকার। সুযোগ যেন সবাই পায়, এবং যে সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেড়িয়ে আসে।'

তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব।

এসএস