দেশে এখন
0

ক্রমাগত দখল-দূষণে ধুকছে ফেনীর রাজাঝির দিঘী

ক্রমাগত দখল ও দূষণে ধুকছে ফেনী শহরের ফুসফুস খ্যাত রাজাঝির দিঘী। চারপাশের হাটার রাস্তা দখল করে গড়ে উঠেছে চার শতাধিক দোকান। দিঘীতে ফেলা হচ্ছে প্লাস্টিকসহ নানা বর্জ্য। অযত্নে নষ্ট হচ্ছে গাছপালা। এমন অবস্থায় দখল-দূষণ রোধে শিগগিরই অভিযান চালানোর কথা বলছে পৌর প্রশাসন। ব্যবসায়ীরা চাইছেন পুনর্বাসন।

ফেনী জেলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে রাজাঝির দিঘী অন্যতম। যা ঘিরে এক সময় গোড়াপত্তন হয়েছিল ফেনী শহরের। জনশ্রুতি আছে, ৫শ' বছর আগে ত্রিপুরার এক রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার জন্য এই দীঘিটি খনন করেন।

তবে, ব্যস্ত শহরের ফুসফুস হিসেবে মানুষের প্রাণ খুলে ঘোরার স্থানটি হারাতে বসেছে ঐতিহ্য আর সৌন্দর্য। শত বছর ধরে নেই সংস্কার। দীঘিতে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। অবৈধ দখলের কারণে নেই দিঘীর পাড়ের রাস্তায় হাঁটার সুযোগও। তাই প্রায় সাড়ে ১০ একর আয়তনের এই দিঘীর বিষয়ে আগ্রহ হারাচ্ছে এ অঞ্চলের মানুষ।

এছাড়া দক্ষিণ ও পূর্বপাশের দু'টি সড়কের বেশিরভাগই দখলে নিয়েছে হকাররা। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলেও নেয়া হয়নি কোনো উদ্যোগ। তবে, জেলা প্রশাসক জানান, শিগগিরই চালানো হবে উচ্ছেদ অভিযান।

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘এটি দখলমুক্ত করবো এবং ফেনী পৌরসভার পক্ষ থেকেও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা তৈরি করা হবে। যেন অবৈধ দখলদাররা এর পরিবেশ নষ্ট করতে না পারে।’

এদিকে উচ্ছেদের আগে সরকারিভাবে পুনর্বাসনের দাবি দীঘির পাড়ের ৪ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর। দিঘীর চারপাশের রাস্তা অবৈধ দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি শহরবাসীর।

এএইচ