ক্রমাগত দখল-দূষণে ধুকছে ফেনীর রাজাঝির দিঘী
ক্রমাগত দখল ও দূষণে ধুকছে ফেনী শহরের ফুসফুস খ্যাত রাজাঝির দিঘী। চারপাশের হাটার রাস্তা দখল করে গড়ে উঠেছে চার শতাধিক দোকান। দিঘীতে ফেলা হচ্ছে প্লাস্টিকসহ নানা বর্জ্য। অযত্নে নষ্ট হচ্ছে গাছপালা। এমন অবস্থায় দখল-দূষণ রোধে শিগগিরই অভিযান চালানোর কথা বলছে পৌর প্রশাসন। ব্যবসায়ীরা চাইছেন পুনর্বাসন।