পরে তাদের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে গুরুতর কেউ নেই বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।
পর্যটকবাহী ওই জিপ গাড়িতে নোয়াখালী মহিলা কলেজের ১২ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ছয় ইবি বাঘাইহাট জোনের নয় নম্বর পাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পোঁছান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে প্রেরণ করা হয়।
রাঙামাটির বাঘাইছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, 'দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। সেখানে জিপ খাদে পড়ে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পাশের উপজেলা দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে কেউ গুরুতর আহত নেই।'